শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

টার্গেট করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

টার্গেট করে হত্যা

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একটি অশুভশক্তির পাঁয়তারা লক্ষ্য করা যাচ্ছে। তাদের টার্গেট বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক ও সংখ্যালঘু মানুষ। মূলত তারা টার্গেট করে হত্যাকাণ্ড চালাচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। গতকাল বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম জানান, বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে দেশের সব জেলা, উপজেলা ও পাড়া-মহল্লায় নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করবে কেন্দ্রীয় ১৪ দল। তিনি বলেন, ১৪ দল মাঠে ছিল, মাঠে থাকবে। নাশকতা যারা করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ঢাকা শহরের পাড়া-মহল্লায় সমাবেশ করা হবে এবং ১৪ দলের নেতৃত্বে প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে। সব নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এ যৌথ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদা জিয়ার মিথ্যাচারের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, জয়ের বিরুদ্ধে তিনি যে মিথ্যা অভিযোগ করেছেন, তা তাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খালেদার উদ্দেশে নাসিম বলেন, সাহস থাকলে আপনি এ চ্যালেঞ্জ গ্রহণ করুন। তিনি বলেন, দেশের পরিস্থিতি যখন স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়ত চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। তাদের উদ্দেশ্য একটাই— শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা। ৮ মে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজধানীর কলাবাগানে জোড়া খুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার ঘটনার প্রতিবাদে এ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। যৌথ সভায় মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আহমদ হোসেন, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ফরিদুন্নাহার লাইলী, অসীমকুমার উকিল, মৃণালকান্তি দাস, এস এম কামাল হোসেন, শাহে আলম মুরাদ, মো. সাদেক খান, দিলীপ বড়ুয়া, নূরুর রহমান সেলিম, রেজাউর রশিদ খান, আশরাফুন্নেছা মোশাররফ, মোল্লা মোহাম্মদ আবু কাওছার, নাজমা আক্তার, অপু উকিল, সাইফুর রহমান সোহাগ, জাকির হোসাইন প্রমুখ বক্তৃতা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর