সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা
ষোড়শ সংশোধনী অবৈধ

হাইকোর্টের রায় স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ষোড়শ সংশোধনী মূল সংবিধানের অংশ। এ বিষয়ে জুডিশিয়াল রিভিউ চলে না। এ নিয়ে হাইকোর্টের আদেশের ফলে এখন সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা এড়ানোর জন্যই হাইকোর্টের আদেশ স্থগিত হওয়া প্রয়োজন।

এর আগে ৫ মে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। পরে ওই দিন বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। মন্ত্রী-এমপিরা বিচারপতিদের সমালোচনা করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। প্রাথমিক শুনানির পর ষোড়শ সংশোধনী কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুল শুনানি শেষে গত ৫ মে রায় দেন আদালত।

সর্বশেষ খবর