সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী সহিংসতায় আরও দুই মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্নস্থানে গতকাল নির্বাচন-পরবর্তী সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর আগের রাতে ঠাকুরগাঁওয়ে ইটের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। চাঁদপুরের সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মীও গতকাল মারা গেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ— ঠাকুরগাঁও : নির্বাচন-পরবর্তী সহিংসতায় বালিয়াডাঙ্গিতে আসমা (৫৭) নামে এক বৃদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝারি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আমজানখোর ইউনিয়নের মেম্বার প্রার্থী গুল মোহাম্মদ ও সলেমান আলীর সমর্থদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বৃদ্ধা আসমার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। চাঁদপুর : শাহরাস্তিতে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ কর্মী জামাল হোসেন (২৫) গতকাল সকালে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাহরাস্তি পৌর এলাকার নিজমেহার গ্রামের শহীদ উল্লাহর ছেলে। স্থানীয়রা  জানান, জামাল আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. আবদুর রাজ্জাকের সমর্থক ছিলেন। গত শনিবার প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জের মনাকষায় গতকাল ককটেল হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী শুকুর আলীর সমর্থকরা বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থী নুরুল হকের বাড়িতে হামলা চালান। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিজয়ী প্রার্থীর সমর্থকরা ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নড়াইল : সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে গতকাল সকালে নির্বাচন-পরবর্তী আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তারাপুর গ্রামের সাইফুল ইসলাম হিটু নৌকা প্রতীকে নির্বাচন করেন। একই গ্রামের বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই প্রার্থীই অপর স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বলের কাছে হেরে যান। রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে ৭ নং বামনী ইউনিয়নে মেম্বার পদে পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। শনিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল থেকে এ হামলা চালানোর ঘটনা ঘটে। নোয়াখালী : সোনাইমুড়ীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে বিএনপির ৫ কর্মী আহত হয়েছেন। গতকাল নদনা ইউনিয়নের কালুয়াই, বগাবাড়িয়া, বোরপিট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট চেয়ে নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করার অভিযোগে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলীকে মারপিট করে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। গতকাল দুপুর দেড়টায় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। কুমিল্লা : ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা বাজারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস নিহতের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে নিহত তাপস চন্দ্র দাসের স্ত্রী মল্লিকা রানী দাস বাদী এ মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং ১০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। গাইবান্ধা : শনিবার রাতে ধাপেরহাট বন্দর এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশার (ঘোড়া) কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ব্যাটেলিয়নের সংঘর্ষে একজন নিহত এবং  ইউএনও, এএসপি ও ওসিসহ ৩০ জন আহত হওয়ার পর গতকাল সাদুল্যাপুর থানায় পুলিশ বাদী মামলা হয়েছে। রাজশাহী : বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দুপক্ষ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে এক হাজার ২০০ আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।  নরসিংদী : রায়পুরায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাতে নিহত কৃষক হোসেন মিয়ার ভাই বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে মোট দেড়শ জনকে আসামি করে রায়পুরা থানায় এ মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর