সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

সংসদ-বিচার বিভাগ মুখোমুখি নয়

নিজস্ব প্রতিবেদক

সংসদ-বিচার বিভাগ মুখোমুখি নয়

আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জাতীয় সংসদে এমপিদের বক্তব্যের কারণে এটা বোঝায় না যে বিচার বিভাগ ও আইন সভা মুখোমুখি। একে এমপিদের আবেগের বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যরা যেহেতু আইন প্রণয়ন করেন, বিচার বিভাগ যেহেতু তার ব্যাখ্যা দেন, সেই কারণে এসব বক্তব্যে যদি কেউ বলে যে আইন সভা ও বিচার বিভাগ মুখোমুখি— আমি তা মানতে রাজি না। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। একই দিন এ রায়ের নিন্দা জানিয়ে সংসদে তীব্র সমালোচনা হয়। অধিবেশনে এমপিদের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই রায় হওয়ার পর আবেগের কিছু প্রকাশ সংসদের ভিতরে হয়েছিল। সেটা যখন প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই কিছু কিছু কথা হয়তো কাউকে আঘাত করতে পারে। আমি যেটা বলতে চাই, ওই কথায় এটা বোঝায় না যে বিচার বিভাগ ও আইন সভা মুখোমুখি। তিনি আরও বলেন, গণতন্ত্রের বিকাশে রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে বিতর্ক হওয়া অস্বাভাবিক কিছু নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি মনে করি না, এই যে রায় এবং তার প্রতিক্রিয়া— এর কোনোটাই দেশের গণতন্ত্রের জন্য থ্রেট। ইট ইজ নট এ থ্রেট। রাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের মধ্যে কোথাও কিছু হয়ে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ‘আদালতের ওই রায় দেওয়ার এখতিয়ার নেই’— সংসদে আইনমন্ত্রীর এ বক্তব্য অবমাননামূলক বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আনিসুল হক বলেন, আমি যেটা বলেছি, এখতিয়ারের কথা। আমাদের যে সাবমিশন ছিল, সেই সাবমিশনের মধ্যে ব্যাপারটা বলা হয়েছে। যেহেতু মূল সংবিধানের মধ্যে এই বিধানটা ছিল, এর কমা, দাড়ি কোনোটার পরিবর্তন না করে সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। ১৯৭৭-৭৮ সালে মার্শাল ল’ ফরমান দিয়ে যে পরিবর্তন আনা হয়েছিল, সেটাকে চেইঞ্জ করে। সে ক্ষেত্রে একটা সিদ্ধ আইনি তর্ক আছে যে, অরিজিনাল কনস্টিটিউশন ইজ অ্যাবভ জুডিশিয়াল রিভিউ। এটা একটা আর্গুমেন্ট। আমি সেই কথাটাই সংসদে বলেছিলাম। যেহেতু আমি আইনের মধ্যে ছিলাম, সেহেতু এটা আদালত অবমাননা হয়নি।

সর্বশেষ খবর