শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

আয়তন বাড়ল ঢাকা সিটির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীর আশপাশের ১৬টি ইউনিয়নকে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত করেছে সরকার। এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীর আয়তন বেড়ে হয়েছে প্রায় ২৭০ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নগুলো ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভাগ করে মার্জ করে দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ১৬টি ইউনিয়ন সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৬টি ইউনিয়নকে ঢাকা মহানগরের সঙ্গে মার্জ  করে দেওয়া হয়েছে। এর আটটি উত্তর ও আটটি দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া আট ইউনিয়ন হচ্ছে— বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া আট ইউনিয়ন হচ্ছে— শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ। মন্ত্রিপরিষদ সচিব জানান, সিটি করপোরেশনে যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে ১০ লাখের মতো জনসংখ্যা থাকার কথা বলা হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৬টি ইউনিয়ন সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও নিকার বৈঠকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এ নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০টি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়েছে। নতুন এ উপজেলার জনসংখ্যা এক লাখ ৬২ হাজার ১৪০ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর