শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী নয়

নিজস্ব প্রতিবেদক

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী নয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে সরকার ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরোধিতা করছে। গতকাল বিকালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এক দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালিসহ পাঁচটি থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় সম্পর্কে বলেন, বিচার বিভাগ যখন নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য রায় দিচ্ছেন, তখন সরকার এই রায়ের বিরোধিতা করছে। কারণ তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন করে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করতে হবে। সাদেক হোসেন খোকার আশু রোগমুক্তি কামনা করে মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা গণতন্ত্রের জন্য রাজপথে রক্ত দিয়েছেন। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। কিন্তু সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে। শুধু খোকা নয়, বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার দেশকে একটি কারাগারে পরিণত করে রেখেছে। কারণ সরকার জানে নিরপেক্ষ নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য তারা হামলা-মামলা, গুম-খুন করে যাচ্ছে। এদিকে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু বুঝতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি। অবিলম্বে ফখরুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

সর্বশেষ খবর