বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

ইসরায়েলি সংস্থা দরকার নেই বিএনপির

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি সংস্থা দরকার নেই বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের পতন এখন চূড়ান্ত পর্যায়ে। ‘জনসমর্থনহীন অবৈধ’ এ সরকারকে উত্খাতের জন্য জনগণ প্রস্তুত। সুতরাং তাদের উত্খাত করার জন্য দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের প্রয়োজন নেই। এজন্য বিএনপির কোনো ‘মোসাদের’ও প্রয়োজন নেই। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেছ আলী মামুন, যুবদল নেতা কফিল উদ্দিন ভূঁইয়া, ছাত্রদলের তরিকুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার পৃথক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ নীল নকশার অংশ হিসেবে বিএনপি বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। তাদের এ বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও বানোয়াট’ দাবি করেন রিজভী আহমেদ। তিনি বলেন, আওয়ামী সরকারের কোনো জনসমর্থন নেই। যে সরকারের জনসমর্থন থাকে না, সেই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। সুতরাং দেশে কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রেরই প্রয়োজন নেই তাদের উত্খাতে। বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, বিএনপি জনসমর্থিত দল। জনগণকে নিয়ে রাজনীতি করে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। জনগণ থেকে তারা একেবারেই দূরে চলে গেছে। আমরা জনগণের সঙ্গে আছি। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তখন দেখা যাবে কোন দল বেশি জনপ্রিয়। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে ‘দল বিবেচনায়’ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাঁসির আসামি দণ্ড মওকুফ পেয়েছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।

সর্বশেষ খবর