বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

আরও ভালো ফল চান শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আরও ভালো ফল চান শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই ফলাফলে আমরা অসন্তুষ্ট নই। তবে আরও ভালো করতে চাই। পরীক্ষার ফলাফলের লক্ষণগুলো বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক। মান বৃদ্ধির এই লক্ষণগুলো শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার প্রবণতার ফল। গতকাল দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ ফলাফল উপস্থাপনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮.২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন। তবে গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। সার্বিক ফলাফলে সন্তুষ্টির বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অসন্তুষ্ট নই। আমরা আরও ভালো করতে চাই। এখনো খুশি। আরও খুশি হতে চাই। এক সময় নকলের প্রবণতা ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, এখন তা কমিয়ে এনেছি। প্রশ্নপত্র নিয়ে ব্যবসা করত। বিভ্রান্তি তৈরি করত। প্রশ্নফাঁস হওয়া বন্ধ হয়েছে। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর