রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা

চুক্তির শর্ত পাকিস্তানই ভেঙেছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চুক্তির শর্ত পাকিস্তানই  ভেঙেছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তান যে চুক্তি লঙ্ঘনের কথা বলছে, সে চুক্তির শর্ত তারাই ভঙ্গ করেছে। ওই চুক্তি (ত্রিদেশীয় সিমলা চুক্তি-১৯৭৪) পাকিস্তান নিজেই পালন করেনি। ফলে ওই চুক্তি কতটা কার্যকর আছে সেটা নিয়েও প্রশ্ন আছে। স্বাধীন হয়েছি ৪৪ বছর আর পাকিস্তান এখনো ঘুমিয়ে আছে। রাজধানীতে গতকাল আইন ও বিচার বিভাগের বাজেট সংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ড. শাহদীন মালিক, ড. তুরিন আফরোজ প্রমুখ। সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৭৪ সালে সম্পাদিত ত্রিপক্ষীয় সিমলা চুক্তির লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের দাবি এবং পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশে জামায়াতের আমিরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য দেশের কাছে তুলে ধরার হুমকি সম্পর্কে জানতে চায়। জবাবে আনিসুল হক বলেন, ত্রিদেশীয় চুক্তির কোথাও লেখা নাই যে, আমাদের দেশের যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার করা যাবে না। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বলাটা উচিত না। চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী আরও বলেন, আইনে বলে, কেউ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে সে চুক্তি বাতিল হয়ে যায়। সে ক্ষেত্রেও এ চুক্তিটি আর গ্রহণযোগ্য না। চুক্তিতে ছিল, আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেবে। কিন্তু তারা এখনো ফেরত নেয় নাই। ফলে ওই চুক্তি নিজেরাই লঙ্ঘন করেছে পাকিস্তান। যারা বলছে, এই চুক্তিতে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে আমি তাদেরকে চুক্তিটা পড়তে বলব। এ চুক্তির মধ্যে যারা আমাদের দেশের ভিতরে অপরাধ করেছেন, তাদেরকে কোনো ক্ষমা বা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য কোনো কথা লেখা আছে বলে আমার পড়া হয় নাই। পাকিস্তান বিষয়টি নিয়ে জাতিসংঘে গেলে আমাদের অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের অবস্থান এখন যা আছে তাই থাকবে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ আইনে সারা বিশ্বে স্বীকৃত আইনে বিচার করছি। দণ্ডও কার্যকর করছি।

সর্বশেষ খবর