বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

আসলামকে নিয়ে নাটক সাজিয়েছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার উত্খাতের ষড়যন্ত্র হাস্যকর। প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আর সেই ভারতে বিএনপির একজন লোক গিয়ে বাংলাদেশ সরকারের উত্খাতে ষড়যন্ত্র করবে, এটা হাস্যকর ছাড়া কিছু হতে পারে না।

সম্মেলনে দলের যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, আসলে মোসাদ বা ইসরায়েল কিছু নয়। প্রধানমন্ত্রীর পুত্রের ৩০০ মিলিয়ন ডলার এবং রিজার্ভ চুরির ঘটনায় কোণঠাসা হয়ে জনদৃষ্টি অন্যদিকে সরাতে সরকার আসলাম চৌধুরীর নাটক সাজিয়েছে। বিএনপির এই নেতা বলেন, ভারতে বসে যদি বিএনপির কোনো নেতা সরকার উত্খাতের ষড়যন্ত্রে গোপন বৈঠক করে থাকেন, তাহলে তো ঘণ্টায় ঘণ্টায় তাদের সেই ছবি ফেসবুকে পোস্ট করা হতো না। বিএনপির এই মুখপাত্র বলেন, ২০১৪ সালের জুন মাসে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গমেজ রাষ্ট্রীয় পতাকার নিচে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে ডিনার করেছিল। সে স্থলে একজন ব্যবসায়ী (আসলাম চৌধুরী) তার ব্যবসায়িক আমন্ত্রণে ইসরায়েলের লোকের সঙ্গে কথা বলাটা কি করে ষড়যন্ত্র হয়। সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ‘মিথ্যা’ মামলায় কারাগারে পাঠানো হয়েছে দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সর্বশেষ খবর