বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষককে কান ধরে ওঠবসের শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষককে কান ধরে ওঠবসের শাস্তি হবে

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘শিক্ষককে কান ধরে ওঠবস করানো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এটা একটা অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, তাদের নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না।’ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘এটা ঠিক যে ওই শিক্ষক একজন ছাত্রকে মারধর করেছিলেন বলে আমি কাগজের রিপোর্টে দেখেছি। তবে যদি সেটাও হয়ে থাকে তাকে বিচারের আওতায় আনা যেত। তাই বলে তত্ক্ষণাৎ মোবাইল কোর্ট ছাড়া ওইখানে এ রকম বিচার করাটা— এটা বরদাস্ত করা যাবে না। আমার মনে হয়, এটার ব্যাপারেও একটা আইনি ব্যবস্থা নিতে হবে।’ কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘সাবজুডিস মেটার হচ্ছে, যখন আদালতে কোনো মামলা থাকে। আর তদন্তাধীন হচ্ছে, যখন পুলিশ এটা নিয়ে তদন্ত করে। এই দুটো সময়ে যারা গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন, তাদের আসলে এ সম্পর্কে মন্তব্য করাটা ঠিক নয়। তাই এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

সর্বশেষ খবর