শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

দায়িত্ব অবহেলায় ছাড় নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দায়িত্ব অবহেলায় ছাড় নেই

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে চুল পরিমাণ অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নবনিযুক্ত চিকিৎসক, স্টাফ নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, চসিক বিনা মূল্যে নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের মধুর ব্যবহার, মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীদের সেবা দিতে হবে। রোগীদের আশা ও ভরসার ঠিকানা একজন চিকিৎসক। চসিক ভর্তুকি দিয়ে নগরবাসীর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। কোনো রোগী যেন সেবাবঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর