শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

আদালতে হাজির না হলে খালেদার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২ জুন আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন। ওই দিন খালেদা জিয়া হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন আদালত। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় গতকাল এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চমবারের মতো পিছিয়ে যায়। খালেদার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। ওই আবেদন ?শুনে আদালত মামলার নতুন দিন ধার্য করে সেদিন খালেদাকে হাজির হতে নির্দেশ দেন। আদেশের পর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, আমি আজই (গতকাল) গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। বারবার কথা দিয়ে তার আইনজীবীরা প্রতিশ্রুতি রক্ষা করছেন না। এ কারণে গতকালই আসামিকে পলাতক দেখিয়ে যুক্তিতর্ক শুরু করার আবেদন করেছিলেন বলে জানান দুদকের আইনজীবী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দুদক এ মামলা করে। খালেদা জিয়া ছাড়া অন্য চার আসামিরা হলেন— তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

সর্বশেষ খবর