রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপির রাজনীতি অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ বিএনপির রাজনীতি অসুস্থ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নব্বইয়ের পর থেকে আওয়ামী লীগ-বিএনপি দেশের সুস্থ ধারার রাজনীতি ধ্বংসে অসুস্থ রাজনীতির চর্চা করে আসছে। আর জাতীয় পার্টি সে অসুস্থ রাজনীতির কবল থেকে জাতিকে রক্ষা করার কাজ করছে। গতকাল কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মতবিনিময়    সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল আলম রুবেল, সুলতান মাহমুদ, ইসহাক ভূইয়া, তরুণ বসু, খোরশেদ আলম খুশু, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে প্রমুখ। জিএম কাদের বলেন, আমাদের শক্তি সাধারণ মানুষ ১৪ মের সম্মেলনে দেখেছেন। জাতীয় পার্টি এবার সংগঠনকে আরও সুদৃঢ় করে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে। জিএম কাদের সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন অপকর্মে জড়িত। অথচ আওয়ামী লীগ তাদের পক্ষে সাফাই গায়। তিনি বলেন, জাপার কোনো নেতা যদি খুন-ধর্ষণ-সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি অবস্থান নেবে। সভায় রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি গণমানুষের দল। তাই শত ষড়যন্ত্র করেও এরশাদের নাম বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি। জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যেতে হবে।

সর্বশেষ খবর