বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আটক হাসান এক বছর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আটক হাসান এক বছর নিখোঁজ

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক আহত জঙ্গি হাসানের আসল নাম রাকিবুল হাসান রিগ্যান। তার বাড়ি বগুড়ায়। শহরের জামিলনগরের বাসিন্দা তার মা রোকেয়া আকতার এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে বগুড়া সদর থানায় এক বছর আগে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রোকেয়া। গতকাল দুপুরে রিগ্যানের মা রোকেয়া আকতার  জানান, বগুড়া শহরের জলেশ্বরীতলায় শিবির পরিচালিত রেটিনা মেডিকেল কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন রিগ্যান। ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করে রিগ্যান ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। প্রায় এক মাস কোচিং করার পর গত বছর ২৬ জুলাই তিনি কোচিংয়ের উদ্দেশে গিয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনার পরদিন ২৭ জুলাই রিগ্যানের মা বগুড়া সদর থানায় জিডি করেন। গতকাল ভোরে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হাসান আটক হওয়ার পর থেকেই বগুড়ায় তার পরিচয় নিশ্চিত হতে খোঁজখবর শুরু হয়। তার মা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন, ঢাকায় আটক হাসানই তার ছেলে রিগ্যান। তিনি জানান, তাদের পরিবারের কেউ জামায়াত-শিবিরের সঙ্গে কখনোই জড়িত ছিল না। তার ছেলেও কোনো দিন রাজনীতি করেননি। তবে রেটিনা কোচিং সেন্টারে ভর্তির এক মাস পরই তিনি নিখোঁজ হন। তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার এক বছর পর জঙ্গি আস্তানায় ছেলের আহত অবস্থায় উদ্ধার হওয়ার বিষয়ে হতবাক হয়েছেন রোকেয়া।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, রাজধানীর কল্যাণপুরে আটক জঙ্গি হাসান ওরফে রিগ্যানের বাড়ি বগুড়ায়। পুলিশ সদস্যরা এ বিষয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর