বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সেনাবাহিনীর ভূমিকা ছিল অনন্য

কূটনৈতিক প্রতিবেদক

সেনাবাহিনীর ভূমিকা ছিল অনন্য

গুলশানে জঙ্গি হামলা থেকে জিম্মি উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী অনন্য ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বিশেষ ভাষণে এ মন্তব্য করেন হাইকমিশনার। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক, সিকিউরিটি স্ট্রাটেজি ও ফরেন পলিসি’ শীর্ষক বক্তব্যের শুরুতে হাইকমিশনার বলেন, ‘জঙ্গিদের  নিবৃত্ত করতে বাংলাদেশ আর্মড ফোর্স কার্যকর ও অনন্য ভূমিকা রেখেছে। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ও প্রতিশ্রুতিকে আমরা স্যালুট জানাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশ একা নয়, ভারতের জনগণও সর্বদা আপনাদের পাশে আছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রমসহ স্টাফ মেম্বার ও ফ্যাকাল্টির সদস্য এবং এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সদস্যরা।

সর্বশেষ খবর