শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্বপ্নের অলিম্পিক শুরু

আসিফ ইকবাল

স্বপ্নের অলিম্পিক শুরু

১২০ বছর আগে মাত্র ১৩ দেশ নিয়ে যখন সভ্যতার ‘পাদভূমি’ এথেন্সে শুরু হয়েছিল অলিম্পিক, তখন গেমসের মোটো ছিল তিনটি। সিটিয়াস, অলটিয়াস এবং ফর্টিয়াস। সার্বজনীন ভাষা ইংরেজিতে যার অর্থ— ফাস্টার, হায়ার এবং স্ট্রংগার। বাংলায় আরও জোরে, আরও উঁচুতে এবং আরও শক্তিশালী। এই তিন মোটো নিয়ে প্রায় সোয়াশ’ বছরের পথ চলায় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে রূপ নিয়েছে এখন অলিম্পিক।

দুনিয়া কাঁপানো গেমস। তারপর আবার অংশগ্রহণকারী দেশ ও অ্যাথলেটের মানদণ্ডে পেছনে ফেলেছে ফুটবল, ক্রিকেটকে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের ৩১ নম্বর আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে জমকালো, জম্পেশ, চোখ ধাঁধানো, মনোরম ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মাঠে গড়িয়েছে অলিম্পিক। বরাবরের মতো অলিম্পিক ক্রীড়াযজ্ঞে অংশ নিচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে মার্সফাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন দেশের সেরা গলফার ছিদ্দিকুর রহমান। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে অলিম্পিক মশাল বহন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এরপর সিউল, বার্সেলোনা, আটলান্টা অলিম্পিক হয়ে এবারও অংশ নিচ্ছে। বাংলাদেশের পক্ষে গেমসে অংশ নিচ্ছেন গলফার ছিদ্দিকুর রহমান, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সোনিয়া আক্তার, আর্চার শ্যামলী রায়, শুটার আবদুল্লাহ হেল বাকি, অ্যাথলেট মিসবাহ আহমেদ ও শিরিন আক্তার। মিসবাহ  ও শিরিন অংশ নেবেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। বাকি লড়বেন ১০ মিটার এয়ার রাইফেলে। সাগর ও সোনিয়া লড়বেন ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে। গলফার ছিদ্দিকুর বাংলাদেশের প্রথম অ্যাথলেট যিনি সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ৩ ঘণ্টা ৩৭ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে মার্সফাস্টে অংশ নেয় ২০৬ দেশের হাজার খানেক অ্যাথলেট। তবে ৩০৬টি সোনার জন্য জন্য লড়ছেন ১১ হাজারের ওপর ক্রীড়াবিদ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি মারকানা স্টেডিয়ামে বসে উপভোগ করেন ৭৮ হাজার ৬০০ দর্শক এবং সারা বিশ্বের ৩ বিলিয়ন বা ৩০০ কোটি লোক। ৪৫ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন মারকানা স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনের আগের দিন দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামে ফুটবল খেলতে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গোলশূন্য ড্র করেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং আর্জেন্টিনা ০-২ গোলে হেরেছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে। জমকালো উদ্বোধন হলেও কালির আঁচড়ও রয়েছে রিও অলিম্পিকে। এই প্রথম আইওসি মাদকের অভিযোগে রাশিয়ার অ্যাথলেটিক্স দলকে নিষিদ্ধ করে। আবার আলোকিত দিকও রয়েছে। সার্বিয়া থেকে সদ্য স্বাধীন হওয়া কসোভো এই প্রথম অংশ নিচ্ছে অলিম্পিকে। ইথিওপিয়া, কঙ্গো, সিরিয়া ও সুদানের প্রতিযোগীদের নিয়ে অংশ নিচ্ছে ১০ সদস্যের আইওসি শরণার্থী দল।

সর্বশেষ খবর