শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইউনূসের হাতে অলিম্পিকের মশাল

প্রতিদিন ডেস্ক

ইউনূসের হাতে অলিম্পিকের মশাল

ব্রাজিলে রিও অলিম্পিকের মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তিনি অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন। মশাল হাতে তিনি প্রায় ২০০ মিটার হেঁটে যান। তিনিই  প্রথম কোনো বাংলাদেশি যিনি অলিম্পিকের মশাল বহন করলেন। খবর বিবিসির

ব্রাজিলের রাজধানীতে মশাল রিলের শেষ ধাপে ড. ইউনূস যখন মশাল বহন করেন তখন অসংখ্য মানুষ উল্লাস প্রকাশ করছিলেন। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। এই মশাল দিয়ে স্টেডিয়ামের মূল বিশাল মশালটি প্রজ্বালন করা হবে। এরপরই শুরু হবে এবারের অলিম্পিক। বাংলাদেশ সময় আজ ভোর ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সভায় ভাষণ দেন ড. ইউনূস। বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতাসহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর