শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্বীকারোক্তি দেননি, রিমান্ড শেষে কারাগারে দাউদ

নিজস্ব প্রতিবেদক

স্বীকারোক্তি দেননি, রিমান্ড শেষে কারাগারে দাউদ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার দাউদ পাটোয়ারীকে (৩১) দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এই আদেশ দেন। এর আগে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির দাউদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্ত জানান, এর আগে গত ২ আগস্ট দাউদকে দুই দিনের রিমান্ডে পাঠান ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন। তবে আদালতে তিনি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। রিমান্ড আবেদনে বলা হয়েছিল, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় হামলাকারীদের ঢাকার অবস্থান শনাক্ত করা হচ্ছিল। তাদের কেউ মিরপুর এলাকার আরিফাবাদ হাউজিংয়ে বাসা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই বাসারই তত্ত্বাবধায়ক ছিলেন দাউদ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।

সর্বশেষ খবর