শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার অধ্যক্ষের ওপর হামলা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তাইন্নামার ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ভাবনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মুখোশ পরা ৫-৬ জন ভাবনাখালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা চালায়। এ সময় বৌদ্ধ ভিক্ষুসহ তার দুই শিষ্য বিহারে অবস্থান করছিলেন। তারা হামলার খবর বিহারের মাইকে প্রচার করেন। এতে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে বিহারের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয়রাও বিহারের আশপাশে টহল দিতে থাকে। বিহারের অধ্যক্ষ তাইন্নামা জানান, হামলায় বিহারের কয়েকটি দরজা-জানালা ভেঙে গেছে। বাইশারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, ১৩ মে বাইশারী ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাককে বিহারের মধ্যে জবাই করে এবং ৩০ জুন একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মং শৈ নু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সর্বশেষ খবর