শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এবিটির সেলিমকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

এবিটির সেলিমকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম— এবিটি) সন্দেহভাজন শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, এই ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গতকাল ডিএমপির ওয়েবসাইটে সেলিমের ছবিসহ এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। এ ছাড়া এই ব্যক্তি প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি নিলয়, ওয়াশিকুর বাবু ও নাজিমউদ্দিন সামাদ, সমকামীদের অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বিজ্ঞপ্তিতে চারটি নাম উল্লেখ করে বলা হয়েছে, এ নামগুলো তার প্রকৃত নাম নাও হতে পারে। এই ব্যক্তিকে ধরা বা তার সম্পর্কে তথ্য ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/dmpdhaka/) ও মোবাইল অ্যাপস ‘ঐবষষড় ঈঞ’-তে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ০১৭১৩-৩৭৩১৯৪, ০১৭১৩-৩৭৩১৯৮ ও ০১৭১৩-৩৭৩২০৬— এ তিনটি মোবাইল নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর