শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দেশে গণতন্ত্রেও লেশমাত্র নেই

—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশে গণতন্ত্রেও লেশমাত্র নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে  গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার এখন রাষ্ট্রের বাইরে চলে গেছে। দেশ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। গণতন্ত্রের কথা মুখে বললেও গণতন্ত্রের লেশমাত্রও নেই। গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চলছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজনৈতিক গুম, খুন ও নিগ্রহের শিকার পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ নামক একটি সংগঠন। আয়োজক সংগঠনের নেতা ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল, শামসুজ্জামান খান, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, নাজমুল হাসান, মামুন খান প্রমুখ বক্তব্য দেন। বিএনপি মহাসচিব বলেন, কয়েক বছরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ১ হাজার খুন, ৫০০ গুম, সহস্রাধিক পঙ্গু, লাখ লাখ মামলা ও হাজার হাজার নেতা-কর্মী জেলে আছেন। দেশে আইনের শাসন নেই। ২০১০ সাল থেকে গুম, হত্যাকাণ্ড শুরু হয়েছে। কোনো মানুষকে জোর করে নিখোঁজ করে দেওয়া মানবতাবিরোধী অপরাধ। সবার চোখের সামনে এসব ঘটছে। অথচ বাংলাদেশ ও বিশ্ববিবেক আজ নিশ্চুপ। তিনি বলেন, উগ্রবাদ-জঙ্গিবাদ সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করছে। কারণ জাতীয় ঐক্য হলে সরকার সুবিধা পাবে না। রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জঙ্গিবাদ বন্ধ হবে না। সবাই মিলে ঐক্য গড়ে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। অন্য এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। এটি বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরও একটি উদাহরণ। মহানগর বিএনপি নেতা হাজী আবদুর রহমানকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ খবর