শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফের সরকার গঠনে যত দরকার কঠোর হব

নিজস্ব প্রতিবেদক

ফের সরকার গঠনে যত দরকার কঠোর হব

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান মেয়াদ শেষে শেখ হাসিনার অধীনে ভোট করে ফের সরকার গঠনে যত কঠোরতা দরকার তা করা হবে। এখন আমাদের লক্ষ্য একটাই— শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আরও শক্ত ও কঠোর হস্তে দেশ পরিচালনা করা হবে। গতকাল বিকালে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সভা আয়োজন করা হয়।  সরকারের কঠোরতার পক্ষে যুক্তি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আমাদের কয়েক বছর আগে পরে স্বাধীনতা পেয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশই উন্নত হয়ে গেছে। এর একমাত্র কারণ ওই সব দেশের রাষ্ট্রপ্রধান কঠোর হস্তে দেশ পরিচালনা করেছেন। বাংলাদেশকে উন্নত করতে হলে আমাদেরও আরও কঠোর হতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক প্রমুখ।  মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া জনরোষ ও ধিক্কার থেকে বাঁচার জন্য জন্মদিন প্রত্যাহার করেছেন।

সর্বশেষ খবর