শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের প্রামাণ্য নির্মাণে সহায়তায় ভারত

কলকাতা প্রতিনিধি

মুক্তিযুদ্ধের প্রামাণ্য নির্মাণে সহায়তায় ভারত

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি করতে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। এ ব্যাপারে দুই দেশই একে অন্যকে সহায়তা করবে। গতকাল নয়াদিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ বিষয়ে সহমত পোষণ করেছেন। এ কাজে ভারতের ফিল্ম ডিভিশন, দূরদর্শন  ও অন্যান্য গণমাধ্যমের আর্কাইভে সংরক্ষিত বিভিন্ন উপাদান কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। ২০২১ সালে বাংলাদেশের স্বাধনীনতাযুদ্ধের ৫০তম বর্ষকে স্মরণ করতে এ প্রামাণ্যচিত্রটি নির্মিত হবে। পাশাপাশি ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সরকারের তরফে একটি মেগা মুভি তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে সে ব্যাপারেও যথাসম্ভব সহায়তা করা হবে বলে ভারতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এদিন নাইডু জানান, ‘১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি তৈরির ব্যাপারে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশের তরফেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর একটি চলচ্চিত্র তৈরির ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বিষয়টিতেও বাংলাদেশকে সাহায্য করবে ভারত।’ ইনু জানান, ‘৭১-এর মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি নির্মাণের ব্যাপারে একে অন্যকে সহায়তা করব। মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই দেশই যৌথ উদ্যোগে এ ছবিটি তৈরি করব।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ওপর একটি চলচ্চিত্র তৈরির ব্যাপারেও ভারত সহায়তা করবে বলে জানিয়েছে। এদিন দিল্লিতে দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অজয় মিত্তাল, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সর্বশেষ খবর