শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে তোপের মুখে সুবিদ আলী

নিজস্ব প্রতিবেদক

জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে তোপের মুখে সুবিদ আলী

সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা চলছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়ে। আলোচনার একপর্যায়ে কমিটির সদস্য সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ইউজিসির চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায়  জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হওয়ার কারণে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ নেই বলে বলা হয়েছে। কিন্তু ইউজিসি এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে কিনা। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান কিছু বলার আগেই সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী বলে ওঠেন, ‘জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এটা আমি আমার বইতেও লিখেছি।’ এ কথা শুনে প্রথমে সভায় উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। কিন্তু পরমুহূর্তেই সুবিদ আলী ভুইয়া চারদিক থেকে তোপের মুখে পড়েন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সভা সূত্রে জানা গেছে, একজন সদস্য ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আপনি আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন না। কেবল এমপি হওয়ার সুযোগ নিতে এই দলে আছেন।’ অন্য একজন সদস্য বলেন, ‘আপনি তো জিয়ারই সৈনিক। আপনার আসনে বিএনপির বড় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, তাই আপনি বিএনপির মনোনয়ন পান না। এমপি হওয়ার জন্য আপনি এখন আওয়ামী লীগের নৌকায় উঠেছেন। আওয়ামী লীগের সঙ্গে আছেন।’ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সভাপতি ও সভার সভাপতি  শওকত আলী সবাইকে শান্ত করার চেষ্টা করেও পারছিলেন না বলে জানা গেছে। উত্তপ্ত বাক্য বিনিময় ও ভর্ত্সনার একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে মানিক বলেন, ‘বিএনপি যে সেটেলড ইস্যু নিয়ে বিতর্ক করতে চায়, আপনিও যদি একই বিষয় নিয়ে কথা  তোলেন তাহলে কী দাঁড়াল? কিছুদিন আগে আমাদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন ছাত্রলীগে শিবির অনুপ্রবেশ করেছে। এখন দেখছি সুবিদ আলীর মতো সুবিধা নিতে বর্তমানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে জামায়াত-শিবিরসহ অন্য মতাদর্শের অনেকেই ঢুকে পড়েছেন। এদের শনাক্ত করা উচিত।’ সমালোচনার মুখেও সুবিদ আলী তার অবস্থানে অনড় ছিলেন। এদিকে গতকাল রাতে সুবিদ আলী ভুইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে টেলিফোনে তাকে পাওয়া যায়নি। তবে বৈঠকে উপস্থিত সদস্য মুহিবুর রহমান মানিক, নুরুল মজিদ হুমায়ুন, আবদুর রউফ ও নাভানা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তারাই সুবিদ আলী ভুইয়াকে ভর্ত্সনা করেন বলে জানান।

সর্বশেষ খবর