শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
ফিলিপাইনে গ্রেফতার সেই মায়া দেগুইতো

রিজার্ভ নিয়ে ফেড-সুইফটের বিরুদ্ধে মামলা করবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ নিয়ে ফেড-সুইফটের বিরুদ্ধে মামলা করবে না বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো মামলা করবে না। ১৬ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চুরির অর্থ উদ্ধারে ফেড ও সুইফট একযোগে কাজ করবে। রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের ধরতে ও বিচারের আওতায় নিয়ে আসতে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সফরে থাকা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফেড ও সুইফট কর্তৃপক্ষ বৈঠক করেছে। ত্রিপক্ষীয় বৈঠকে রিজার্ভ হ্যাকিংয়ে প্রযুক্তি ও ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিপাইন থেকে অর্থ উদ্ধার ও ফেরতসহ এরই মধ্যে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। সব পক্ষ দ্রুত অর্থ উদ্ধার ও প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় সুইফট বা ফেডের বিরুদ্ধে কোনো মামলা না করার আশ্বাস প্রদান করা হয়েছে।

রিজাল ব্যাংকের মায়া দেগুইতো গ্রেফতার : ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর রয়টার্স। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়ম-নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর