রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

টিএফআই সেলে হাসনাত

গুলশান হামলা

নিজস্ব প্রতিবেদক

টিএফআই সেলে হাসনাত

গুলশানের হলি আর্টিজান  রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের  সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে ৮ দিন রিমান্ডে নিয়ে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ  চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে এই আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদিকে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুই দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাহমিদকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তাও। পরদিন সকালে কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এদের মধ্যে পাঁচজনই জেএমবির সদস্য। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩৩ জনকে জিম্মিকে উদ্ধার করা হয়। এদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। ৩ আগস্ট পুলিশ তাদের গ্রেফতারের কথা জানায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর