সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মানবাধিকার লঙ্ঘন বাল্যবিবাহ

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার লঙ্ঘন বাল্যবিবাহ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বাল্যবিবাহ মানবাধিকারের চরম লঙ্ঘন। একটি শিশুর জন্মগত অধিকারকে ক্ষুণ্ন করে বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ রোধে রাষ্ট্র ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঘাসফুল শিশু ফোরামের করা এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিয়াজুল হক বলেন, ভূমিষ্ঠ হওয়ার পর একটি শিশুর প্রথম রাষ্ট্রীয় অধিকার হচ্ছে জন্মনিবন্ধন। বাংলাদেশি নাগরিকদের শতভাগ জন্মনিবন্ধন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তারপরও সাধারণ জনগণের একটি অংশ জন্মনিবন্ধন করছে না। শতভাগ জন্মনিবন্ধন করা গেলে বাল্যবিবাহ রোধ করা সহজ হবে। কী কারণে অনেকে জন্মনিবন্ধন করছে না- সেটা নিয়ে এই গবেষণা একটি বড় কাজ। এর মাধ্যমের সরকার সঠিক পদক্ষেপ নিতে পারবে। তিনি বলেন, শিশুর অধিকার আমাদের সবাইকে রক্ষা করতে হবে। শিশুর অধিকার রক্ষা করতে না পারলে মানবাধিকারও রক্ষা করা যাবে না।

সর্বশেষ খবর