শিরোনাম
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির দুই জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খালিদ হাসান ওরফে বদর মামা (৩২) ও রিপন (৩০) নামে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ বলছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুরের বাসিন্দা খালিদ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার এবং সদস্য রিপনের বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ম্যাগজিন, ধারালো অস্ত্র ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৩টার দিকে শেরপুরের নয়লাপাড়া মোড়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বেশ কিছু সদস্য নাশকতার উদ্দেশ্যে সমবেত হচ্ছিল। তাদের লক্ষ্য ছিল বগুড়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলা পরিচালনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের পর কয়েকজন জঙ্গি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ দুই জঙ্গিকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জঙ্গিবিরোধী এ অভিযানের সময় দুই পুলিশ কনস্টেবল আহত হন বলে শেরপুর থানা পুলিশ জানিয়েছে। এরা হলেন মোত্তালেব ও বাবুল আকতার। দুই জঙ্গির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত খালিদ দিনাজপুরে ইতালির নাগরিক ড. পিয়েরি হত্যাচেষ্টা এবং ইসকন ও কান্তজির মন্দিরে হামলাসহ সেখানকার চার মামলার আসামি। এর মধ্যে দুটি দিনাজপুর সদর থানা ও দুটি কাহারোল থানার মামলা। অন্য জঙ্গি রিপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের পরিকল্পনায় সম্পৃক্ত ছিল। তার বাসায়ই রেজাউল করিম হত্যার পরিকল্পনা হয়। সেখানে বাইক হাসান, সুভাষ, খালেদ ও হলি আর্টিজান হোটেলে নিহত বাঁধন ছিল। জঙ্গিদের এই কিলিং স্কোয়াড অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নিয়েছিল।

সর্বশেষ খবর