শিরোনাম
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক

ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

নারী শিক্ষা নির্বিঘ্ন করতে ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সচিবালয়ে ইভ টিজিং প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত বৈঠকে এ আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, ‘পত্রপত্রিকায় সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্ছনার খবর আমাদের উদ্বিগ্ন করে। অভিভাবকরা মেয়েদের স্কুল-কলেজে পাঠিয়ে মানসিক দুশ্চিন্তায় থাকেন। অসহনীয় পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যায়। তবে সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে।’ নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরনের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভ টিজিংবিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। বৈঠক থেকে মাদারীপুরের নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলের হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নুরুল ইসলাম নাহিদ। নিতু মণ্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

সর্বশেষ খবর