বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সরকারি দলের প্রশ্রয়ে ঘটছে এসব

নিজস্ব প্রতিবেদক

সরকারি দলের প্রশ্রয়ে ঘটছে এসব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সরকারি দলের প্রশ্রয়ে দেশে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের মতো ঘটনা ঘটছে।’ গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সিলেটে সোমবার বিকালে নার্গিসকে প্রকাশ্যে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। স্কয়ার হাসপাতালে খাদিজা বেগম নার্গিস এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। মির্জা ফখরুল ছাত্রলীগ নেতা বদরুল আলমকে অবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। মির্জা ফখরুল বলেন, ‘খাদিজা বেগম নার্গিস পরীক্ষা দিতে এসে সন্ত্রাসীর আক্রমণের শিকার হয়েছেন। একজন ছাত্রলীগ নেতা (বদরুল) তাকে হত্যা করার উদ্দেশ্যে অমানবিকভাবে, নরপিশাচের মতো চাপাতি দিয়ে কুপিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন খাদিজা। তিনি এখনো সম্পূর্ণ অজ্ঞান এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকরা বলতে পারবেন খাদিজার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। ইতিমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন অস্ত্রোপচারের ফলে হয়তো কিছুটা উন্নতি ঘটতে পারে। কিন্তু এখন পর্যন্ত খাদিজার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা সংকটাপন্ন।’ বিএনপি মহাসচিব এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘খাদিজার ওপর হামলায় আবারও প্রমাণ হয়েছে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে? কীভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ রকম ঘটনা ছাত্রলীগ অতীতেও ঘটিয়েছে। সারা দেশের মানুষের মতো আমরাও এতে উদ্বিগ্ন। মূল অপরাধীরা আইনের আওতায় না আসায় অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর