শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পোল অব পোলসে এগিয়ে হিলারি

প্রতিদিন ডেস্ক

পোল অব পোলসে এগিয়ে হিলারি

আর সাকল্যে ১১ দিন বাকি মার্কিন নির্বাচনের।

ইতিমধ্যে আগাম ভোট শুরু হয়েছে। সর্বশেষ গতকাল একটি জনমত জরিপ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন। জরিপের গড় হিসাবে ৬ শতাংশ সমর্থন বেশি পেয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। এ জরিপে হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন শতকরা ৪৭ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪১ ভাগ। এ গড় জরিপের নাম দেওয়া হয়েছে পোল অব পোলস। ফলাফলে বলা হয়েছে, গত সপ্তাহে কিছু কিছু রাজ্যে জনমত জরিপে ট্রাম্পের সঙ্গে খুব কাছাকাছি থাকার পর এখনো নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন হিলারি। সর্বশেষ পাঁচটি জাতীয় জরিপের গড় করে প্রকাশ করা হয়েছে পোল অব পোলস। এতে লিবারটারিয়ান দলের প্রার্থী গ্যারি জনসনের জনপ্রিয়তা গত সপ্তাহে শতকরা ২ ভাগ কমে গেছে। এখন তার জনপ্রিয়তা শতকরা ৫ ভাগে। অন্যদিকে গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন করেছেন শতকরা ২ ভাগ ভোটার। গত সপ্তাহে সিএনএনের পোল অব পোলসে হিলারি ক্লিনটন পেয়েছিলেন শতকরা ৪৭ ভাগ সমর্থন।

ট্রাম্প ৩৯ ভাগ। ফলে হিলারির সমর্থনে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু ট্রাম্পের সমর্থন বেড়েছে শতকরা ২ ভাগ। কারণ, গত সপ্তাহে কিছু রাজ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বৃদ্ধি পেয়েছে। বুধবার ফ্লোরিডায় জরিপে তার সমর্থন ২ ভাগ বৃদ্ধি পায়। তবে বুধবার এ রাজ্যের যে জাতীয় জনমত প্রকাশিত হয়েছে তাতে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। ইউএসএ টুডে/সাফোল্ক ইউনিভার্সিটির এক জরিপে দেখা যায়, হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন শতকরা ৪৭ ভাগ ভোটার। ট্রাম্পকে শতকরা ৩৮ ভাগ। এখানে হিলারি শতকরা ৯ পয়েন্টে এগিয়ে। ফক্স নিউজ বুধবার সন্ধ্যায় একটি জরিপ প্রকাশ করে। তাতে দেখা যায়, হিলারি ক্লিনটন জাতীয়ভাবে শতকরা মাত্র ৩ ভাগ বেশি সমর্থন নিয়ে এগিয়ে আছেন। ইউএসএ টুডে/সাফোল্ক জরিপ, এবিসি নিউজ জরিপ, সিএনএন/ওআরসি জরিপ, কুইনিপিয়াক ইউনিভার্সিটি জরিপ ও ফক্স নিউজ জরিপকে একসঙ্গে নিয়ে গড় জরিপ পরিচালনা করেছে সিএনএন পোল অব পোলস।

সর্বশেষ খবর