শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রামপাল বিরোধীরা অনভিজ্ঞ

নিজস্ব প্রতিবেদক

রামপাল বিরোধীরা অনভিজ্ঞ

রামপাল বিষয়ে যারা বিরোধিতা করছেন তারা সবাই এ বিষয়ে অনভিজ্ঞ। তাদের কারোরই কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। ইউনেস্কো থেকে যারা এসেছিলেন তারা মাইক্রোবায়োলজিস্ট আর দেশে যারা এ ইস্যুতে বিরোধিতা করছেন তাদের কেউ ইকোনমিস্ট, কেউ বায়োলজিস্ট আবার কেউ জিওলজিস্ট। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট বা টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও বিরোধিতাকারীরা এ বিষয়ে কথা বলছেন। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যু ৎ ও জ্বালানি বিষয়ক ম্যাগাজিন পাওয়ার অ্যান্ড এনার্জির ‘মেগা প্রজেক্ট ডিবেট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিদ্যু ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী রামপাল বিদ্যুেকন্দ্রের বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন,  বিদ্যুেকন্দ্রের বিরোধিতা করে যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন তারা কারা তা জানি, তাদের পরিচয় ও ছবি আমাদের কাছে আছে। তাদের সঙ্গে কাদের লিঙ্ক, তাদের ছবিও আছে। এরা বিএনপি-জামায়াতের অ্যাক্টিভিস্ট। অর্থ্যা ৎ রামপাল নিয়ে আন্দোলন পলিটিসাইজ হয়েছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা সরকারের বদনাম করতেই রামপালকে বিতর্কিত করছেন তারা।  আমরা ইউনেস্কোতে টিম পাঠিয়েছি আশা করছি তাদের বোঝাতে সক্ষম হবো। এই প্রকল্পের বিরুদ্ধে বিরোধিতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পজিটিভ হন। সবাই মিলে দেশটাকে গড়ি। এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাপেক্সের সাবেক এমডি মর্তুজা আহমেদ ফারুক, বিইআরসির সাবেক সদস্য ড. সেলিম মাহমুদ ও বুয়েটের কেমিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ড. ইজাজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর