শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গুণের হাতে মুক্তধারা পুরস্কার

প্রতিদিন ডেস্ক

গুণের হাতে মুক্তধারা পুরস্কার

এ বছর মে মাসে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় প্রদত্ত আজীবন সম্মাননার অর্থ কবি নির্মলেন্দু গুণকে পৌঁছে দেওয়া হয়েছে। এ সম্মাননার অর্থমূল্য ৪ লাখ টাকা। এক লিখিত বার্তায় নির্মলেন্দু গুণ তাকে এ পুরস্কারে ভূষিত করায় মুক্তধারা ও প্রবাসী বাঙালি সাহিত্যপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন। এক ই-মেইলে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘মুক্তধারা আজীবন সম্মাননা পুরস্কারের অর্থমূল্য ৪ লাখ টাকা আজ (২৫ অক্টোবর) আমাকে পৌঁছে দেওয়া হয়েছে। সম্মান কতটা কাজে লাগবে জানি না, কিন্তু টাকাটা নেত্রকোনা সংস্কৃতি সাধনা কেন্দ্রের ভবন নির্মাণে শতভাগ সহায়ক হবে, যা স্বাধীনতা পুরস্কার থেকে পাওয়া ৩ লাখ টাকা দিয়ে একটু আগেভাগেই শুরু করে দিয়েছিলাম। এখন তরতর করে এগিয়ে যাবে আমাদের স্বপ্নপ্রকল্পের কর্মযজ্ঞ। তোমরা এই প্রকল্পের সম্মানিত সহযাত্রী হলে। তোমাদের ধন্যবাদ। জয় বাংলা।’ উল্লেখ্য, এই সম্মাননার ৩ লাখ টাকা প্রদান করেছেন নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। বাকি ১ লাখ টাকা মুক্তধারা ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে প্রদান করে। পুনরুল্লেখ্য, ২৫তম বইমেলার শেষ দিন ২২ মে উৎসবের আহ্বায়ক হাসান ফেরদৌস কবি নির্মলেন্দু গুণকে আজীবন সম্মাননা প্রদানের ঘোষণা দেন। কবি নির্মলেন্দু গুণ ২০১৩ সালে মুক্তধারা আয়োজিত বইমেলার উদ্বোধন করেন। এর আগে ১৯৯৩ সালে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান এবং সে বছর বইমেলায় যোগ দেন।

সর্বশেষ খবর