শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আন্দোলনে ব্যর্থ হয়ে সংখ্যালঘুদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে ব্যর্থ হয়ে সংখ্যালঘুদের ওপর হামলা

এ বি তাজুল ইসলাম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে, বিরাজ করছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর চারদিকে স্থিতিশীল পরিবেশ তখন সরকারকে অস্থিতিশীল করতেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। যারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে অগ্নিসন্ত্রাস করে নিরীহ মানুষ হত্যা করেছে, অবরোধ দিয়ে এবং বিদেশি হত্যা করে সরকার হটাতে পারেনি, তারাই সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘরে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সংখ্যালঘুদের ওপর হামলার পথ বেছে নিয়েছে বলে আমার ধারণা।’ তবে এ ঘটনা ঘটিয়ে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের খুঁজে বের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে আর এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। দোষীদের ধরতে সরকার সর্বশক্তি নিয়োগ করবে। বাংলাদেশে অপরাধীদের স্থান হবে না। তাজুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি এ বি তাজুল ইসলাম বলেন, দেশে যখন একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান তখন এ ধরনের হামলা চালিয়ে ধর্মীয় উগ্রবাদীরা অসাম্প্রদায়িক, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই উগ্রবাদীদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, নাসিরনগরের ঘটনা যে পরিকল্পিত তা প্রমাণিত হয়েছে গতকাল ফের অগ্নিকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে। এর পেছনে বিএনপি-জামায়াতের রাজনীতির স্বার্থ জড়িত। তাজুল ইসলাম আরও বলেন, বিএনপি-জামায়াত সব সময় উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতার অংশ হিসেবেই হিন্দু সম্প্রদায়ের ওপর বার বার আঘাত এসেছে। যেখানেই আপনারা দেখবেন এ ধরনের ঘটনা ঘটেছে তদন্ত করলে বেরিয়ে আসবে বিএনপি-জামায়াত এর মূল পরিকল্পনাকারী। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে যাতে কোনো অশুভশক্তি ফের এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।

সর্বশেষ খবর