শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংসদ নিয়ে কথা বলা যাবে না এ ধারণা ভুল : শাহদীন

নিজস্ব প্রতিবেদক

সংসদ সংবিধানের সৃষ্টি। সংবিধান মেনে সংসদ আইন প্রণয়ন করবে। সংসদ কোনোমতেই সার্বভৌম নয়। সংসদ নিয়ে কোনো কথা বলা যাবে না, এ ধারণা ভুল। এ অভিমত বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের। গতকাল ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানের সমালোচনা করতে পারব না, তা হতে পারে না।’

ড. শাহদীন মালিক বৈদেশিক অনুদান রেগুলেশন আইন, ২০১৬-কে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ আইন বাস্তবায়ন হলে মানুষ গণতান্ত্রিক অধিকার হারাবে। ভয় ও আতঙ্ক থাকবে। কোনো আলোচনা ও সমালোচনা করতে পারবে না।’ মৌলিক অধিকার রক্ষা কমিটি ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ ও নাগরিক অধিকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। ড. শাহদীন মালিক বলেন, ‘আইনে বলা আছে, ‘এনজিওতে কাজ করা কোনো ব্যক্তি অশালীন ও বিদ্বেষমূলক কথা বললে তা অপরাধ হিসেবে গণ্য হবে’। আইনটি এতই উদ্ভট যে, কোনো এনজিও কর্মী যদি ভাউচার কিংবা ষাণ্মাসিক প্রতিবেদন জমা দিতে না পারেন তবে তাকে ফৌজদারি অপরাধে শাস্তি পেতে হবে। কিন্তু চুরি কিংবা হত্যা করলে কী করা হবে, তা আইনে বলা নেই।’ ‘সংসদের পাশাপাশি নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে যাতে কোনো কথা বলতে না পারি সেজন্য এ আইন করা হচ্ছে’, অভিযোগ করেন সুপ্রিমকোর্টের এই আইনজীবী। সভায় আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর