রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই

বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকাল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এম আর খান হার্ট, উচ্চ রক্তচাপ ও নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত সমস্যায় এই হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি দেশে ও দেশের বাইরে তার অস্ত্রোপচার করা হয়েছিল।

এম আর খান দেশের শিশু চিকিৎসার জনক হিসেবে সর্বজনস্বীকৃত। এম আর খান এ বছরই স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ড, একুশে পদকসহ আরও অনেক পুরস্কার অর্জন করেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের এ পথিকৃৎ গড়ে তুলেছেন একের পর এক চিকিৎসা ও সেবামূলক প্রতিষ্ঠান। পেনশনের টাকা দিয়ে গড়েন ডা. এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক-সামাজিক অবস্থার উন্নয়নে এ ট্রাস্টের মাধ্যমে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। তার উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এম আর খান সেন্ট্রাল হাসপাতালেরও প্রতিষ্ঠাতা তিনি। একই সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এ অধ্যাপক। এম আর খানের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া প্যাশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক প্রফেসর রাকিবুল ইসলাম লিটু গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর