রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজনীতি স্পষ্ট না হলে আস্থা সংকটে ভুগবে জাপা

রাঙামাটি প্রতিনিধি

রাজনীতি স্পষ্ট না হলে আস্থা সংকটে ভুগবে জাপা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, ‘জনগণের কাছে যদি জাতীয় পার্টির রাজনীতি স্পষ্ট করতে না পারি তাহলে আস্থা সংকটে ভুগব। দলের লাখ লাখ নেতা-কর্মীর জীবন নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না।’ গতকাল রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় যুব সংহতির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজী ফিরোজ বলেন, ‘জাতীয় পার্টির একটি স্বর্ণোজ্জ্বল অতীত রয়েছে। এ দলের কেউ দুর্নীতিতে জড়িত নন। পল্লী অঞ্চলে ব্যাপক জনপ্রিয় আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। শুধু আমাদের রাজনীতি আমরা সঠিকভাবে জনগণের কাছে উত্থাপন করতে না পারার কারণে ক্ষমতার দ্বারপ্রান্তে গিয়েও হোঁচট খেয়ে পড়ে যেতে হয়। বিগত ২৬টি বছর দলের নেতা-কর্মীদের আমরা কিছুই দিতে পারিনি। এত প্রতিকূলতার মধ্য দিয়েও যারা এরশাদের রাজনীতির প্রতি অবিচল আস্থা রেখে এখনো আদর্শের পতাকা বহন করছেন তাদের প্রতি অভিনন্দন জানাই। আপনারা দলের ঐক্য ধরে রাখুন এবং জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতিকে আরও শক্তিশালী করুন, অবশ্যই আপনাদের জন্য শুভদিন অপেক্ষা করছে।’ চন্দন বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, সদস্যসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন হেলাল, রাশেদ চৌধুরী, মাহমুদ আলম, জেলা জাপা সভাপতি হারুন মাতবর, সাধারণ সম্পাদক প্রজেস চাকমা প্রমুখ।  সম্মেলনে চন্দন বড়ুয়াকে সভাপতি ও ফিরোজ আহমেদকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর