বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামিন হলো এমপি বদির

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সরকারদলীয় এমপি আবদুর রহমান বদি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এ ছাড়া তাকে নিম্ন আদালতের করা ১০ লাখ টাকা জরিমানাও স্থগিত হয়েছে। গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আপিলের শুনানিতে বদির আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। বদির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহবুব আলী ও নাসরিন সিদ্দিকা লিনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। হাইকোর্টের এই আদেশের ফলে এমপি বদির কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা সাংবাদিকদের বলেন, শুনানিতে আমরা বলেছি, এর আগেও তিনি আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেননি। তিনি জামিন পেলেও আইন মেনে চলবেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছে। এ ছাড়া বিচারিক আদালতের ১০ লাখ টাকা জরিমানাও স্থগিত করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর এমপি বদি সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা করে বিচারিক আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার নথি সূত্রে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আবদুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, এমপি বদি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম মূল্যে সম্পদ কিনে বেশি মূল্যে বিক্রির মিথ্যা তথ্য দিয়েছেন। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ৭ মে দুদক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এমপি বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

সর্বশেষ খবর