বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভাসানীই প্রথম পাকিস্তানের বিরোধিতা করেন

নিজস্ব প্রতিবেদক

ভাসানীই প্রথম পাকিস্তানের বিরোধিতা করেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীই প্রথম স্বাধীন বাংলাদেশের দাবি তুলেছিলেন। পল্টন ময়দানে দাঁড়িয়ে পাক সরকারের বিরুদ্ধে ‘আসসালামু আলাইকুম’ বলে তিনিই প্রথম পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। এর মধ্য দিয়ে ভাসানীই এ দেশের মুক্তিযুদ্ধের প্রথম রূপকার হিসেবে স্বীকৃতি পান। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. মোশাররফ এ মন্তব্য করেন। আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ বক্তব্য দেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলেছেন ও কাজ করে গেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই আদর্শে কাজ করেছেন। ফলে ভাসানীর আদর্শেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ ভাসানী ও জিয়ার আদর্শের বাইরে কাজ করছে। সে কারণেই ভাসানী ও জিয়াকে আওয়ামী লীগ এত ভয় পায়। তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র, স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও বিরোধী দলের সমাবেশ করার অধিকার নেই।

সর্বশেষ খবর