শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সব আসামির ফাঁসি চেয়েছে রাষ্ট্রপক্ষ

নারায়ণগঞ্জে ৭ খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় সব আসামিকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এ আবেদন জানিয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ জন আসামির আইনজীবীরাও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বাকি ২০ আসামির পক্ষে যুক্তিতর্কের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৩ আসামির উপস্থিতিতে ১৫ আসামির পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিরা হলেন— র‌্যাব ও পুলিশে কর্মরত রুহুল আমিন, নুরুজ্জামান, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, আবদুল আলীম, মহিউদ্দিন মুন্সী, হীরা মিয়া, সেলিম, সানাউল্লাহ সানা, হাবিবুর রহমান, কামাল হোসেন, আলামিন, তাজুল ইসলাম, বেলাল হোসেন, এনামুল হক। এর আগে রাষ্ট্রপক্ষও এই আসামিদের বিরুদ্ধে সাতজনকে অপহরণের সূত্রপাত, সম্পৃক্ততা, বাস্তবায়নসহ সবগুলো পদক্ষেপ তুলে ধরেন এবং রাষ্ট্রপক্ষ যুক্তি দিয়ে প্রমাণে সমর্থ হয়েছেন যে আসামিরা সাত খুনে জড়িত। তাই তাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করতে রশিতে ঝুলিয়ে তাদের ফাঁসি দাবি করেছি। আদালতের যুক্তিতর্ক স্থাপন শেষে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেন। ঘটনার পরিকল্পনা, বাস্তবায়নসহ এ ঘটনার প্রতিটি ধাপে আসামিদের সম্পৃক্ততা তিনি প্রমাণ করতে পেরেছেন। তাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, রশিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড দাবি করেছেন। পিপি ওয়াজেদ আলী বলেন, চার্জ গঠন থেকে শুরু করে আজ (গতকাল) ছিল মামলার ৩৪তম কার্যদিবস। এ মামলার ২১ আসামি এবং ২০ সাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলার পক্ষে ১০৬ জন সাক্ষী উপস্থাপন করেছে, যার মধ্যে সাতজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। পিপি আরও জানান, সাত খুনের ঘটনায় দুটি মামলায় ৩৫ জনকে আসামি করে চার্জশিট আদালতে দাখিল করা হয়। এর মধ্যে ২৩ জন গ্রেফতার ও ১২ জন পলাতক।

সর্বশেষ খবর