শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছোট নয়, বড় দুর্নীতিবাজদের ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক

ছোট নয়, বড় দুর্নীতিবাজদের ধরতে হবে

আবদুল্লাহ আবু সায়ীদ

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, শুধু ছোট দুর্নীতিবাজদের ধরলে হবে না, বড় দুর্নীতিবাজদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ অপরাধ করে মূলত ক্ষমতাবান মানুষ।

গতকাল দুদক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, এ বিষয়টি সবাইকে দেখিয়ে দিতে হবে যে আইনের সামনে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। দুর্নীতিকে রুখতে না পারলে ভবিষ্যৎ বাংলাদেশের সত্যিকারের স্থায়িত্ব গড়া সম্ভব হবে না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা এক যুগ পার করেছি সত্য, কিন্তু গণমানুষের প্রত্যাশা ও প্রাপ্তি বিবেচনা করলে হতাশ হতে হয়। কারণ প্রাপ্তির হারটা একেবারে নগণ্য। দুদকে অভ্যন্তরীণ দুর্বলতা আছে, সিস্টেমে সমস্যা আছে, দুর্নীতিও আছে। আমরা চেষ্টা করছি এসব পরিবর্তন করতে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোট-বড় দুর্নীতিবাজ বড় কথা নয়। কারণ ছোটরাই এক সময়ে বড় দুর্নীতিবাজ হয়ে ওঠে। তাই আমাদের কাজ হবে দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী, মঈদুল ইসলাম, ফরিদ আহমেদ ভূঞা, নূর আহমদ, সামসুল আরেফীন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভসূচনা করেন দুদক চেয়ারম্যান। পাশাপাশি প্রধান কার্যালয়ের সামনে শান্তির প্রতীক কবুতরসহ বেলুন উড়ানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশনের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন, আলোচনা সভা, শপথ গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর