বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার নয়

নিজস্ব প্রতিবেদক

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার নয়

সুনির্দিষ্ট অভিযোগ এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ এ আদেশ দেয়। সরকারকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। এর আগে ২৪ নভেম্বর এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির বাধা কাটে। মুক্তির অপেক্ষায় থাকা মান্নানকে ২৫ নভেম্বর আরেকটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়। এরপরই এই আবেদন নিয়ে আসেন মান্নানের আইনজীবীরা।  ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায়  গ্রেফতার হন। পরে তিনি আরও বিভিন্ন মামলার আসামি হন। সেসব মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর গত ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। এরপর ১৫ এপ্রিল তাকে পুনরায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই  থেকে তিনি কারাগারে।

সর্বশেষ খবর