শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
জাতীয় সংসদ ভবন

লুই কানের মূল নকশা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

লুই কানের মূল নকশা ঢাকায়

অবশেষে লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশাটি বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে পাঠানো এই নকশা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সন্ধ্যায় পৌঁছায় বলে সাংবাদিকদের জানিয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়া। তিনি জানান, এখন স্পিকারকে নকশা বুঝিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে করে নকশা এসেছে বলে জানান তিনি। ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে, এই সকশা পেলেই জিয়াউর রহমানের কবরসহ ওই এলাকার অন্য সব স্থাপনা সরানো হবে। তবে বিএনপি তার দলের প্রতিষ্ঠাতা জিয়ার কবর সরানোর যে কোনো চেষ্টার বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে আসছে। এর আগে ২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম-এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদফতর। নকশাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।

সর্বশেষ খবর