শিরোনাম
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

মাহমুদ আজহার

নারায়ণগঞ্জে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের পরিস্থিতি এখনো ভালো। এবার সিদ্ধান্ত নিয়েছি শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকব।’ গতকাল সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন বিএনপি তাদের সমর্থিত মেয়র প্রার্থীকে প্রত্যাহার করে নেয়। মির্জা ফখরুল বলেন, ‘গত সিটি নির্বাচনের পরিপ্রেক্ষিত ছিল ভিন্ন। তখন ভিন্ন ইস্যুতে নানা আশঙ্কায় আমরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার যে পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘এরই মধ্যে এ নির্বাচনে জাতীয় রাজনীতির একটি প্রভাব পড়েছে। যেহেতু প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে, তাই একটি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আছে। তবে শেষ পর্যন্ত কী হবে জানি না। আশা করব, সরকার ও নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘মেয়র পদে দুজন প্রার্থীর প্রতিযোগিতার কথাই বলছেন ভোটাররা। তবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এগিয়ে রয়েছেন বলে আমরা বিশ্বাস করি। এটা এজন্য যে, সমগ্র দেশেই গণতন্ত্রহীনতা ও অরাজকতা চলছে।’ তিনি বলেন, দেশে আইনের শাসনের অভাব। হত্যা, গুম, অপহরণসহ সন্ত্রাসে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকারের ওপর সাধারণ মানুষ ক্ষুব্ধ। সুষ্ঠু নির্বাচন হলে এ নির্বাচনে তার বহিঃপ্রকাশ ঘটবে। নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ পাওয়া-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাস সৃষ্টি করে ভোটারদের বাধা দেওয়ার বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। একটি অভিযোগ পেয়েছি, আমাদের মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এর বাইরে অন্য কোনো ঘটনার খবর এখনো পাইনি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তার পরও আমরা আশা করছি, অন্তত যাওয়ার সময় নির্বাচন কমিশন তাদের ওপর কোনো কালিমা লেপন করবে না, এটাই সবার প্রত্যাশা।’

সর্বশেষ খবর