শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলেকটররা ভোট দিলেন ট্রাম্পের পক্ষেই

প্রতিদিন ডেস্ক

ইলেকটররা ভোট দিলেন ট্রাম্পের পক্ষেই

নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজের সদস্যদের ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবিধানিক এ প্রক্রিয়ায় ৫৩৮ সদস্য তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩০৪ আর হিলারি ক্লিনটন ২২৭ ভোট। ফলাফল পাওয়ার পরপরই এক বিবৃতিতে দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম ও সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মার্কিনিদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। যদিও ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ভোটের ফল প্রকাশ করা হবে। ইলেকটোরাল কলেজের ভোটাভুটি হচ্ছে একটি সাংবিধানিক প্রক্রিয়া। ৫০টি রাজ্যের রাজধানী ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জড়ো হয়ে ভোট দেন ৫৩৮ ইলেকটর। তাদের ভোটে প্রাথমিক ফলাফল পাল্টানোর নজির আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। ভোটের দিন দেশজুড়ে ট্রাম্পের ‘হোয়াইট হাউস যাওয়া ঠেকাও’ স্লোগানে প্রচণ্ড বিক্ষোভ ও প্রতিবাদ হলেও এবার তেমনটি হয়নি। বরং ট্রাম্পের চেয়ে হিলারিই নিজ দলের বেশি ইলেকটরের ভোট হারিয়েছেন। নিজ দলের মাত্র দুজন ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। আর হিলারির বিপক্ষে তার দলের পাঁচ ইলেকটর ভোট দিয়েছেন।  বিবিসি।

সর্বশেষ খবর