শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষমতাসীনরাই সাঁওতালদের বাড়ি পুড়িয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ক্ষমতাসীনরাই সাঁওতালদের বাড়ি পুড়িয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র প্রধান খুশী কবির বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও সাঁওতালরা তাদের অধিকার থেকে বঞ্চিত। অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু ৪৫ বছর পর সেই সাঁওতাল আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে সরকারি দলের লোকরাই সাঁওতালদের উচ্ছেদ অভিযান চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে  দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা যদি ৪৫ বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকার এ বিচারটিও করতে পারবে বলে আশা করি।’

গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ও আদিবাসী গ্রামে হামলা চালিয়ে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনার ক্ষতিপূরণ প্রদান, দোষীদের বিচার ও আদিবাসীদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের ব্যানারে সমাবেশটি আয়োজিত হলেও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, কাপেং ফাউন্ডেশন এবং আইন ও সালিশ কেন্দ্রের সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর