রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উদ্ধার শিশুটি ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানায় আহত অবস্থায় উদ্ধার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে পুলিশের অভিযানের মুখে এক নারী জঙ্গির ‘আত্মঘাতী বিস্ফোরণে’ আহত হয় শিশুটি। শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল ভোরে দক্ষিণখানে হজক্যাম্পের কাছে সূর্যভিলা নামে তিনতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ জানায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও মেয়েশিশুটি ভিতরে থেকে যায়। কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন জানান, বেলা ১টার দিকে বোরকা পরা ওই নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। ওই নারীকে উদ্ধার করা না গেলেও আহত শিশুটিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের জখম রয়েছে। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে আছে।

সর্বশেষ খবর