রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে নামছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৭ ঘণ্টা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগামীকাল বক্সিং ডে’তে প্রথম ওয়ানডে খেলতে নামবেন মাশরাফিরা, তখন বাংলাদেশে ভোর ৪টা। আর নিউজিল্যান্ডে বেলা ১১টা। অপরূপ সৌন্দর্যের দেশটিতে দিন একটু বড় বলেই খেলার সময় একটু পিছিয়ে নির্ধারিত হয়েছে। সেই ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। 

মাশরাফিরা সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেন ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে। নেলসন ও হ্যামিল্টনে দুটি প্রস্তুতি  ম্যাচ খেলে টাইগাররা। নেলসনে স্কটিশদের হারালেও হ্যামিল্টনে হেরে যায়। হারজিতের সেই মিশ্র অভিজ্ঞতা নিয়েই আগামীকাল ব্যাট ও বলের লড়াইয়ে নামছে টাইগাররা। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই গ্রাফ উপরের দিকে উঠছে টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে মাশরাফি বাহিনী এখন আত্মবিশ্বাসী। যদিও ওয়েঙ্গিরিতে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচের পারফরম্যান্স প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের পারফরম্যান্স আহামরি নয়। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ম্যাচে হার। কিন্তু এবারই অনেক বেশি প্রত্যয়ী মাশরাফিরা। কারণ, গত দুই বছরের ধারাবাহিক পারফরম্যান্স। আগামীকালের প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। নতুন মুখ শুভাশীষ রায়, তানভীর হায়দার ও মেহেদী হাসান মিরাজ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। প্রস্তুতি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। কিন্তু আগামীকাল তিনি খেলতে পারবেন কিনা, গতকালের অনুশীলন শেষে নিশ্চিত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তাই আশঙ্কার দোলাচলেই দুলছে মুস্তাফিজের খেলা, না খেলা।

সর্বশেষ খবর