বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি

দুই কর্মকর্তা রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন বিমানের জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান। এর আগে এ দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. মাহবুবুল আলম। পরে রিমান্ড শুনানির জন্য আসামিদের কারাগার থেকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এর আগে ২২ ডিসেম্বর আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম  আদালতে আত্মসমর্পণ করলে বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েল ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। পরে রাজধানীর বিমানবন্দর থানায় নয়জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এস এম আসাদুজ্জামান। মামলায় অভিযোগ করা হয়, বিভাগীয় তদন্তে ওই নয়জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে যন্ত্রপাতি নিয়ে অবহেলামূলক আচরণ করতঃ অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার প্রমাণ পাওয়া গেছে। মামলার দুই দিনের মাথায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাত আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে ২২ ডিসেম্বর সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ। আসামিরা হলেন প্রকৌশল কর্মকর্তা সামীউল হক, লুত্ফর রহমান, মিলন চন্দ  বিশ্বাস, জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (প্রডাকশন ভারপ্রাপ্ত) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী পরিদর্শন এবং মান নিশ্চিতকরণ (ভারপ্রাপ্ত) এস এ সিদ্দিক ও মুখ্য প্রকৌশলী মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল (এম সি সি ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর